-
কেআইবি’র সকল সদস্য, পরিবার ও তাঁদের বিয়োগান্তে পরিবারবর্গকে (পিতা, মাতা, স্বামী/স্ত্রী ও সন্তানাদি) সম্ভাব্য সেবাদান।
-
বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড আয়োজনের মাধ্যমে কৃষিবিদদের সন্তানদিগকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠতে সহায়তা দেয়া।
-
কৃষিবিদদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত মেধাবি ও অসহায় সন্তানদিগকে শিক্ষা বৃত্তি মঞ্জুর করা।
-
কেবলমাত্র ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’ এ অন্তর্ভূক্ত সদস্যগণ, পরিবার এবং বিয়োগান্ত সদস্যের পরিবারবর্গ (পিতা, মাতা, স্বামী/স্ত্রী ও সন্তানাদি) ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তা/মঞ্জুরীর জন্য আবেদন করার যোগ্য হবেন।
-
সকল প্রকার প্রমাণাদিসহ, মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর বরাবরে সাহায্যের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।