প্রিয় কৃষিবিদ,
উল্লিখিত বিষয়ের আলোকে জানান যাচ্ছে যে, কেআইবি’র বৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কেআইবি’র জীবন ও সাধারণ সদস্যগণের সন্তানদের মেধা বৃত্তি প্রদানের জন্য প্রত্যেক জেলা শাখায় বিজ্ঞপ্তি ও আবেদন ফরম প্রেরণ করা হয়েছে । আবেদন ফরম পূরণপূর্বক কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর ঠিকানায় (বরাবর মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা) পাঠানোর শেষ তারিখ ৩০ জুন, ২০২৩ । আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
মহাসচিব, কেআইবি।
বিজ্ঞপ্তি – https://rb.gy/vxmly
আবেদন ফরম- https://rb.gy/x6g60