বিজ্ঞপ্তিঃ কেআইবি’র জীবন ও সাধারণ সদস্যগণের সন্তানদের মেধা বৃত্তি প্রদান প্রসঙ্গে।

প্রিয় কৃষিবিদ,
উল্লিখিত বিষয়ের আলোকে জানান যাচ্ছে যে, কেআইবি’র অষ্টম ব্যাচের বৃত্তি প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কেআইবি’র জীবন ও সাধারণ সদস্যগণের সন্তানদের মেধা বৃত্তি প্রদানের জন্য প্রত্যেক জেলা শাখায় বিজ্ঞপ্তি ও আবেদন ফরম প্রেরণ করা হয়েছে। আবেদন ফরম পূরণপূর্বক কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর ঠিকানায় পাঠানোর শেষ তারিখ ১৫ মে, ২০১৭। যথাসময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণকে আবেদনের জন্য অনুরোধ করা হলো। আবেদন ফরম ও বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুণঃ Advertisement & Form। মহাসচিব, কেআইবি।

বাংলা নববর্ষ-১৪২৪ এর কুপন বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

প্রিয় কৃষিবিদ,

প্রতিবারের ন্যায় এবারেও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক বাংলা নববর্ষ-১৪২৪ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। এ উপলক্ষে কৃষি সর্ম্পকিত প্রত্যেক প্রতিষ্ঠান/কেআইবিতে নববর্ষ কুপন বিক্রয় চলছে। কুপন বিক্রয় মূল্য নিম্নরূপঃ

  • কৃষিবিদ                    =৪০০.০০ টাকা
  • স্বামী/স্ত্রী (স্পাউস)     =৪০০.০০ টাকা
  • কৃষিবিদগণের সন্তান   =৪০০.০০ টাকা
  • অতিথি                      =৪০০.০০ টাকা
  • কৃষিবিদ ছাত্র/ছাত্রী     =৪০০.০০ টাকা
  • ড্রাইভার                    =৪০০.০০ টাকা

কুপন বিক্রয়ের শেষ তারিখ আগামি ১০ এপ্রিল ২০১৭। আপনার কুপনটি আজই সংগ্রহ করুন। বিস্তারিত জানতে যোগাযোগ ০২-৯১২৬৮০৯-মহাসচিব, কেআইবি।

০৮ মার্চ ২০১৭ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার

প্রিয় কৃষিবিদ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আগামি ০৮ মার্চ ২০১৭, বুধবার, বিকাল ৩.০০ ঘটিকায় কেআইবি কমপ্লেক্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ” Women Empowerment in Bangladesh” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। উক্ত সেমিনারে বেগম মেহের আফরোজ চুমকি এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মাতি জ্ঞাপন করেছেন।

অধ্যাপক মেরিনা জাহান, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও প্রাক্তন অধ্যক্ষ, বেগম বদরুন্নেছা সরকারী মহিলা কলেজ এবং Dr. Sue Lautze, FAO Representative in Bangladesh বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলদেশ এর সম্মানিত সভাপতি কৃষিবিদ এ ্এম এম সালেহ

অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

 

কৃষিবিদ মোঃ খায়রুল আলম (প্রিন্স)

মহাসচিব

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ