কেআইবি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের বার্তা

কেআইবি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের বার্তা

প্রিয় সহকর্মী কৃষিবিদবৃন্দ,

২০১৭-১৮ সালের পর দীর্ঘ আট বছর পেরিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)- এর গনতান্ত্রিক ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ন মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। সরকারের অনুমোদনক্রমে গঠিত সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সংবিধান্সম্মত ভাবে ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জেলা শাখা কমিটি এবং কাউন্সিলর নির্বাচন আয়োজনের দায়িত্তপ্রাপ্ত হয়েছে।

কমিশনের প্রথম সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা একান্ত ভাবে প্রতিস্রুতিবদ্ধ, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছমর্যদাপূর্ন হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃষিবিদ সমাজ সবসময়ই শৃঙ্খলা, সৌহার্দ ও পেশাগত মর্যাদার প্রতীক। তাই আসন্ন নির্বাচনেও সন্মমানিত কৃষিবিদ সদস্যবৃন্দ নিজেদের গনত্রান্তিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহন করবেন এবং সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

চলুন আমরা সবাই মিলে এমন এক নির্বাচন সম্পন্ন করি, যা আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির গৌরব, ঐতিহ্য ও পেশাগত সংহতির প্রতিফলন ঘটাবে

 

সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অগ্রিম অভিনন্দন।

শুভেচ্ছান্তে,

প্রফেসর ডঃ লুৎফুর রহমান

চেয়ারম্যান, নির্বাচন কমিশন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB)

তারিখঃ ১৯.১০.২০২৫

Administrator

Lt. Colonel Md. Abdur Rob Khan, psc (Retired)

Administrator
Krishibid Institution Bangladesh

President

Name

President
Krishibid Institution Bangladesh

Secretary

Name

Secretary
Krishibid Institution Bangladesh

Web Mail

Login

Emergency Helpline Number

Emergency service Child Helpline নারী ও শিশু নির্যাতন

Our Google Location

Design and Development By-