কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) একটি অন্যতম বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ঢাকা মেট্রোপলিটন শাখা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬৬টি জেলা শাখা রয়েছে। বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় শাখা গঠন করতে পারবে। তবে সে বিশ্ববিদ্যালয়ে কেআইবি’র সদস্য সংখ্যা ন্যূনতম ৫১ জন হতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখা হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রীপ্রাপ্ত এবং বিদেশের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর (কারিকুল্যাম বিবেচনা করে সিইসি সিদ্ধান্ত গ্রহণ করবে) ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তিবর্গ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হতে পারবেন।